রেকর্ড গড়লো ফিউশন এনার্জি ডিভাইস

২৯ ডিসেম্বর, ২০২০ ০১:৪৮  
মাত্র এক সেকেন্ড স্থায়ী পরীক্ষা-নিরীক্ষাকে অধিকাংশ ক্ষেত্রেই গণ্য করা হয় না। কিন্তু ফিউশন এনার্জির ক্ষেত্রে এটি পুরোপুরি ব্যতিক্রম। সেখানে প্রতি মিলি সেকেন্ডের মূল্যও অনেক বেশি। এরই ধারাবাহিকতায় মাত্র ২০ সেকেন্ডের সফলতায় রেকর্ড গড়েছে একটি ফিউশন এনার্জি ডিভাইস। খবরে প্রকাশ, কোরিয়া সুপারকন্ডাকটিং টোকামাক অ্যাডভান্সড রিসার্চ (কেস্টার) ডিভাইস সম্প্রতি এটির প্লাজমাকে মাত্র ২০ সেকেন্ড ধরে ১৮০ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইটে উত্তপ্ত রেখেছিলো। এটি খুব ভালো না শোনালেও একই পরিস্থিতিতে এর আগের রেকর্ডটি ছিলো মাত্র ১০ সেকেন্ডের। এমনকি কেস্টার ২০১৯ সালে মাত্র ৮ সেকেন্ড স্থায়ী রাখতে পেরেছিলো। আর এবারের সফলতার পিছনে কাজ করেছে এর ইন্টারন্যাল ট্রান্সপোর্ট ব্যারিয়ারের উন্নয়ন, যা প্লাজমার বন্ধন ও স্থায়ীত্বে সহায়তা করেছিলো। এখনও অনেক কাজ বাকি। কেস্টারের লক্ষ্য হলো ২০২৫ সাল নাগাদ এই তাপমাত্রায় ডিভাইসটিকে একাধারে পাঁচ মিনিট চালু রাখা। ডিবিটেক/বিএমটি